Welcome Text

Welcome you to read daily important topics, quotes, discussion or news. You can share your comments or even new topics you like to be seen by the world

সালাম তোমাদের প্রত্যুৎপন্নমতিকে

তোমার শেষের কথা শুনে আমি কোন জবাব খুঁজে পেলাম না, শুধু চেয়ে রইলাম তোমার পানে তীর্যকভাবে। তা দেখে তুমি বললে, খেয়ে ফেলবেন নাকি চোখ দিয়ে? সোজা কথা সহজভাবে শুনে ভাল লাগল না, তাই না?
আমি তার কোন জবাব না দিয়ে বললাম, তুমি ঠিকই বলেছ। মাঝে মাঝে সত্যিই তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছা করে- একেবারে কাঁচা চিবিয়ে।
- কেন? তুমি জিজ্ঞেস করলে আমার দিকে না তাকিয়েই।

ছেড়ে দিলাম হাত

কত বোকা আমি! ছেড়ে দিলাম তোমার হাত।
হায়! তখন যদি আমার বোধ এতটুকু কাজ করতো যে, তোমার এই না-এর মাঝেই হ্যাঁ লুকিয়ে আছে। তখন যদি বুঝতাম তোমার চাওয়াকে আমার মুখের ভাষায় শুনতে চাও বলেই তোমার ঐ ‘না’-এর প্রকাশ। ধরা দিতে তোমরা চাও না কখনোই নিজে থেকে, ধরতে হয় আমাদেরকেই- এই সহজ তত্ত্বটাও আমি জানি না। কেন জানি না? জানার সুযোগ হয়নি? কিজানি..., হয়তো বা না।

তোমার স্পর্শের যাদু

তোমার স্পর্শে যে এত যাদু আছে তারই সন্ধান মেলে এখানে। সেদিন তোমার পরনে ছিল হালকা আকাশী রঙের শাড়ী, যা তোমার পুরো দেহটাকে সুন্দরভাবে জড়িয়ে রেখে আমার পানে তাকিয়ে মিটি মিটি হাসছিল আমার সাথে মজা করার মানসে। জানি না কেন তুমি সেদিন শাড়িতে নিজেকে অমন আকর্ষণীয় করে জড়িয়েছিলে। এর আগে কদাচীত তোমাকে দেখেছি শাড়িতে। আর তা দেখে তোমাকে শাড়ি পরার জন্য বলেও তোমার সাড়া পাই নি, যদিও এটা তোমার অজানা নয় যে, তোমাকে শাড়িতে দেখতে আমি খুবই পছন্দ করি।

ভাবনার অতল গভীরে

ভাবনার এক অতল গভীরে হারিয়ে গেলাম স্থান-কাল ভুলে। কত সুন্দর এই পৃথিবী, কত সুন্দর এই সৃষ্টি জগত। কতই না সুন্দর এই মানব সৃষ্টি যা একে অপরকে কত ভাবেই না আকর্ষণ করে। কেউ বাঁচে শুধুই নিজের জন্য, কেউ বা বাঁচে (আপাতঃ দৃষ্টিতে) অপরের জন্য। প্রত্যেকেরই একটা না একটা আকর্ষণ রয়েছে বেঁচে থাকার পিছনে। আমার আকর্ষণ ... ! আমার আকর্ষণ কি? আমার আকর্ষণ আমি নিজে, নাকি তুমি? নাকি এ দুয়ের কেউই নয়?

তোমার গীতি আলেখ্য

বিদায়ের আর মাত্র ২৪ ঘন্টা বাকি। সবাই একত্রে খুবই আনন্দের মূহুর্ত উপভোগ করছিলাম। বিদায়ের একটা বেদনাময় অনুভূতি যদিও ছিল, তারপরেও এমন একটা আনন্দঘন মূহুর্তের কথা আমি সুদূর অতীতে স্মরণ করতে পারি না। তোমার উপস্থিতিই সেই মূহুর্তটাকে বেশী করে উপভোগ্য করে তোলার যে একমাত্র কারণ সেটা সবাই উপলব্ধি করতে পারে। শুধু আমি নই, বাসার সবাই তোমাকে অত্যন্ত ভালবাসে এবং স্নেহ করে- তুমি জান।